ক্যাটাগরি: জাতীয়

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন-রাশিয়া

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে চীন ও রাশিয়া কাজ করতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশ দুটির রাষ্ট্রদূত। সে সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বেইজিং-মস্কো হস্তক্ষেপ করে না বলে জানিয়েছেন তারা।

সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের ব্রিফ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন চীন ও রাশিয়ার রাষ্ট্রদূত।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফিং হয়েছে। আমি বলতে চাই, চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আমাদের সম্পর্ক এদেশের জনগণের সঙ্গে। এখন যে সম্পর্ক আছে সেটি আমরা ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে চাই।

অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার মান্তিতস্কি বলেন, রাশিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। রাশিয়া ও বাংলাদেশের সম্পর্ক আরও ভালো হবে বলে আমরা আশা করি।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার