ক্যাটাগরি: পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে এটলাস বাংলাদেশ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০৩ প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এটলাস বাংলাদেশ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১২ আগস্ট) ডিএসইতে এটলাস বাংলাদেশের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৭ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ।

সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, গ্রামীণ ওয়ান স্কিম টু, মোজাফ্ফর হোসেন স্পিনিং, ড্যাফোডিল কম্পিউটার্স, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং মাইডাস ফাইন্যান্সিং পিএলসি।

শেয়ার করুন:-
শেয়ার