ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচক ও লেনদেন কমেছে শেয়ারবাজারে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এইক সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১২ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৩ দশমিক ৬২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯৩২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১২৭০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩০ দশমিক ৮১ পয়েন্ট কমে ২১৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ১ হাজার ১৪৩ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো দুই হাজার ১০ কোটি টাকা।

সোমবার ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৩টি কোম্পানির, বিপরীতে ৩৩৭ কোম্পানির দর কমেছে। আর ১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন:-
শেয়ার