বর্তমান চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে উত্তাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পদত্যাগ করতে তাকে আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
সোমবার (১২ আগস্ট) এনবিআরের সামনে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা করা হয়।
এসময় পদত্যাগের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারদের কয়েকটি সংগঠন। দাবি না মানলে ১৪ আগস্ট বুধবার থেকে এনবিআর থেকে শুরু করে সারাদেশের ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস ও কর অঞ্চলে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে।
কর্মসূচী ঘোষণা করেন বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস অ্যাসোসিয়েশনের ঢাকা কেন্দ্রীয় কমিটি সভাপতি মো. আমিনুল ইসলাম আকাশ ও বাংলাদেশ কাস্টমস এন্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি মো. মজিবুর রহমান।
এসএম