শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং তাঁকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ চালাকালে গতকাল সেনাবাহিনীর অস্ত্র ছিনিয়ে নিয়েছিল দুর্বৃত্তরা। তবে আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ছোটফা খালিয়া গ্রামের আবিদ সিকাদারের বাড়ি থেকে একটি অস্ত্র ও দুটি মুঠোফোন উদ্ধার করেন সেনাবাহিনীর সদস্যরা।
গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ডে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর পাঁচ সদস্যকে আহত করে দুটি অস্ত্র ছিনিয়ে নেয়। এ সময় সেনাবাহিনীর দুটি গাড়ি ভাঙচুর ও একটি গাড়ি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। গতকাল সন্ধ্যায় একটি অস্ত্র উদ্ধার করা হয়, আজ আরেকটি অস্ত্র উদ্ধার হলো।
এ ঘটনায় আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় নেতা–কর্মীদের শান্তিপূর্ণ আন্দোলন করা পরামর্শ দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলি খান ও সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম।
এমআই