ক্যাটাগরি: অর্থনীতি

পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে হবে: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে হবে। আর্থিক খাতের কেলেঙ্কারি যারা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সঠিক তথ্য উপাত্ত প্রয়োজন।

আজ শনিবার (১০ আগস্ট) উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

ড. সালেহ উদ্দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগের ব্যাপারে বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁর বিষয়টি স্পর্শকাতর। রোববার একটি বৈঠক আছে। তারপর সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংককে কার্যকর করা হবে আগে। এরপর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতের সংস্কার করা হবে।

ড. সালেহ উদ্দিন বলেন, দেশের অর্থনীতির গতি থেমে যায়নি বা লাইনচ্যুত হয়নি। তবে মন্থর হয়েছে। সেই মন্থর অর্থনীতিকে সচল করার চেষ্টা করা হবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ শুরু করা হবে।

অন্তর্বর্তী সরকারের সময়সীমা নিয়ে কথা বলতে গিয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, বেশিদিন দায়িত্বে থাকার ইচ্ছা নাই। স্থবির অর্থনীতিকে সচল করার মৌলিক কাজগুলো অন্তত করা সম্ভব হবে।

শেয়ার করুন:-
শেয়ার