ক্যাটাগরি: পুঁজিবাজার

সাপ্তাহিক দরপতনের শীর্ষে জেমিনি সি ফুড

বিদায়ী সপ্তাহে (৪ আগস্ট-৮ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ৪৭টির শেয়ারদর কমেছে। তাতে সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে জেমিনি সি ফুড লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে জেমিনি সি ফুডের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ১১ দশমিক ৪৩ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ২৭৮ টাকা ১০ পয়সা।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মার শেয়ারদর কমেছে ১১ দশমিক ২৫ শতাংশ। আর শেয়ারের দাম ১১ দশমিক ২২ শতাংশ কমায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকসের ১০ দশমিক ৮৭ শতাংশ, বেক্সিমকো গ্রীন সুকুকের ১০ দশমিক ৭৪ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালসের ১০ দশমিক ৬৭ শতাংশ, টেকনো ড্রাগসের ৯ দশমিক ৭৬ শতাংশ, সী পার্ল হোটেলের ৯ দশমিক ৪৮ শতাংশ, এস.আলম কোল্ড রোল্ড স্টিলসের ৯ দশমিক ৪২ এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ৮ দশমিক ৭৫ শতাংশ শেয়ার দর কমেছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার