বিদায়ী সপ্তাহে (০৪ আগস্ট-০৮ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ৩৩৯টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে ঢাকা ডাইংয়ের শেয়ার দর আগের সপ্তাহের তুলনায় ৩০ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ১০ পয়সায়।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গ্রামীণ ওয়ান: স্কিম দ্বিতীয়র শেয়ারদর বেড়েছে ৩০ দশমিক ৪৩ শতাংশ। আর ২৯ দশমিক ৪১ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে ইসলামিক ফাইন্যান্স।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেনারেশন নেক্সটের ২৯ দশমিক ৪১ শতাংশ, একমি পেস্টিসাইডসের ২৯ দশমিক ২২ শতাংশ, মুন্নু সিরামিকের ২৯ দশমিক ০৭ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২৯ দশমিক ০৫ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ২৯ দশমিক ০৪ শতাংশ, এসিআই লিমিটেডের ২৯ দশমিক ০৩ শতাংশ এবং দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ২৯ দশমিক ০২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
কাফি