ক্যাটাগরি: পুঁজিবাজার

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিএটিবিসি

বিদায়ী সপ্তাহে (৪ আগস্ট-৮ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি)।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৪ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ১৬ শতাংশ বিএটিবিসির।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার সপ্তাহজুড়ে গড়ে ২৮ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠে সিটি ব্যাংকের বিদায়ী সপ্তাহে গড়ে শেয়ার হাতবদল হয়েছে ২৫ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকার।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গড়ে ইউনিলিভার কনজ্যুমারের ২৪ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা, ব্রাক ব্যাংকের ২২ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা, টেকনো ড্রাগসের ২০ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা, উত্তরা ব্যাংকের ১৮ কোটি ২২ লাখ ১০ হাজার টাকা, সী পার্ল হোটেলের ১৫ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা, ট্রাস্ট ব্যাংকের ১৫ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকা এবং রবি আজিয়াটার ১২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার