অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টারা সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনে শপথ নেওয়ার পর উপদেষ্টারা ঢামেক হাসপাতালে ছুটে আসেন।
তারা পুরাতন ভবনের নিচ তলায় দুটি ওয়ার্ডে ভর্তি রোগীদের চিকিৎসার খোঁজখবর নিতে এসেছেন এখানে। এর আগে সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঢামেক হাসপাতাল নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং ডগ স্কোয়াডের সাহায্যে বিভিন্ন জায়গায় নিরাপত্তা বলয় গড়ে তোলেন।