প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) তার নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
তোফাজ্জল হোসেন এক বছরের চুক্তিতে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আগামী বছরের ২৫ জুন তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।
এর মধ্যে গত সোমবার (৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সদ্য পতন হওয়া সরকারের আমলে সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হচ্ছে।