ক্যাটাগরি: জাতীয়

ওয়েবসাইট থেকে সরানো হচ্ছে শেখ হাসিনা-মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নাম

শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারি ওয়েবসাইটগুলো থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নাম সরানো হচ্ছে। সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে অন্যান্য মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগ করেছেন বলে গণ্য হয়।

মঙ্গলবার (৬ আগস্ট) রাত ৯টা পর্যন্ত বেশিরভাগ মন্ত্রণালয়, বিভাগ এবং দপ্তর-সংস্থার ওয়েবসাইট থেকে শেখ হাসিনা এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ছবি সরিয়ে ফেলা হয়েছে। তবে কোন কোন মন্ত্রণালয় ও বিভাগের ওয়েবসাইটে এখনো মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ছবি রয়ে গেছে।

এখন বেশিরভাগ মন্ত্রণালয় এবং বিভাগের ওয়েবসাইটে শীর্ষ কর্মকর্তা হিসেবে সচিব বা সিনিয়র সচিবের ছবি ও নাম শোভা পাচ্ছে। আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটে এখনো মন্ত্রী হিসেবে আনিসুল হকের নাম এবং ছবি রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নাম ও ছবি দেখা গেছে।

তবে গত দুদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। যদি এখনো সেই সমস্যা অনেকটাই কেটে গেছে। তবে এখনো প্রধানমন্ত্রী কার্যালয়সহ কয়েকটি ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।

ওয়েবসাইটগুলোর দেখভালের দায়িত্বে থাকা সরকারের অ্যাসপায়ার টু ইনোভেশন (এটুআই) প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি সব ওয়েবসাইট থেকে শেখ হাসিনা ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নাম সরানো হচ্ছে। সব ওয়েবসাইট থেকে সাবেক প্রধানমন্ত্রীর বাণী-ছবি এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নাম সরাতে আরও কিছুটা সময় লাগবে।

গত বছরের (২০২৩ সাল) ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। বিএনপিবিহীন এ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ। এরপর ১১ জানুয়ারি গঠিত হয় নতুন মন্ত্রিসভা। ওই মন্ত্রিসভায় সদস্য ছিল প্রধানমন্ত্রীসহ ৩৭ জন। পরে ১ মার্চ আরও সাতজন প্রতিমন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়।

পরে মন্ত্রিসভার সদস্য সংখ্যা হয় প্রধানমন্ত্রীসহ ৪৪ জন। এরমধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১৮ জন প্রতিমন্ত্রী ছিলেন। পাঁচ বছরের জন্য মন্ত্রিসভা গঠন করা হয়। তবে এ মন্ত্রিসভা প্রায় সাত মাসের মাথায় বিলুপ্ত হলো।

শেয়ার করুন:-
শেয়ার