ক্যাটাগরি: পুঁজিবাজার

সোনার বাংলা ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ৬০টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৯০ পয়সা বা ৩ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কহিনুর কেমিক্যালসের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১৮ টাকা বা ২ দশমিক ৯৯ শতাংশ। আর ৩ টাকা ৮০ পয়সা বা ২ দশমিক ৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

মঙ্গলবার ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ২ দশমিক ৯৯ শতাংশ, জেমিনি সী ফুডের ২ দশমিক ৯৮ শতাংশ, এনআরবি ব্যাংকের ২ দশমিক ৯৮ শতাংশ, লাভেলো আইসক্রিমের ২ দশমিক ৯৮ শতাংশ, খান ব্রাদার্সের ২ দশমিক ৯৭ শতাংশ, সী পার্ল হোটেলের ২ দশমিক ৯৭ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২ দশমিক ৯৬ শতাংশ দর কমেছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার