ক্যাটাগরি: পুঁজিবাজার

শেখ হাসিনার পদত্যাগে শেয়ারবাজারে বড় উত্থান

দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে শেয়ারবাজারে বড় উত্থান দেখা গিয়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক বেড়েছে ১৯৭ পয়েন্ট। পাশপাশি গত কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণেরও বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৬ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৯৭ দশমিক ১৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪২৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩২ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১১৭৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১৯৩৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৭৪৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ২০৭ কোটি ৮৩ লাখ টাকা। তাতে কোম্পানিটির লেনদেন বাড়ার পরিমাণ ছিল প্রায় ৩ গুণেরও বেশি।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩২৮টি কোম্পানির, বিপরীতে ৬০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার