ক্যাটাগরি: পুঁজিবাজার

প্রথম ঘণ্টায় প্রধান সূচক বাড়ল ১৮৮ পয়েন্ট

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় লেনদেন হয়েছে ৩৮৩ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০৬ আগস্ট) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১৭পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩৪ পয়েন্ট আর ‘ডিএস-৩০’ সূচক ৭৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৭৭ ও ১৯৩৬ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৩৮টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ কোম্পানির শেয়ারদর।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার