ক্যাটাগরি: জাতীয়

বাংলাদেশের সামনে এখন অনেক কাজ: আইরিন খান

বাংলাদেশের সামনে এখন অনেক কাজ রয়েছে বলে মনে করেন জাতিসংঘের মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতার বিকাশ ও সুরক্ষাবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার আইরিন খান। তিনি বলেছেন, বিদায়ী সরকার এই দেশকে হতাশার মধ্যে ফেলে দিয়েছিল। দেশকে গড়ে তুলতে অনেক পরিশ্রম করতে হবে।

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পর আল-জাজিরার সঙ্গে এক আলাপচারিতায় এমন মন্তব্য করেছেন আইরিন খান। বিগত কয়েক সপ্তাহে বাংলাদেশে বিক্ষোভ ও সহিংসতায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আশা করছি যে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হবে এবং সম্প্রতি যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, সেগুলোর জবাবদিহি নিশ্চিত করা হবে।’

আইরিন খান বলেন, সেনাবাহিনী বাংলাদেশে ‘আরও রক্তপাত’ ঠেকিয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রতিশ্রুতি দেওয়ার পর তাদের সামনে ‘খুব কঠিন’ দায়িত্ব রয়েছে।

আইরিন খান বলেন, ‘অবশ্যই বাংলাদেশের সামনে এখন অনেক কাজ রয়েছে। দেশটি এখন আর টেকসই উন্নয়নের দৃষ্টান্ত নয়। বিদায়ী সরকার এই দেশকে হতাশার মধ্যে ফেলে দিয়েছে। দেশকে গড়ে তুলতে কঠোর পরিশ্রম করতে হবে। তবে সর্বোপরি আমি মনে করি, এটি খুবই গুরুত্বপূর্ণ যে সেনাবাহিনী মানবাধিকারের প্রতি সম্মান দেখায়।’

শেয়ার করুন:-
শেয়ার