মঙ্গলবার পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান বিজিএমইএর

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব পোশাক শিল্প কারখানা আগামীকাল মঙ্গলবার বন্ধ রাখার জন্য কারখানা মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে শীর্ষ বাণিজ্য সংগঠন বিজিএমইএ।

আজ সোমবার এক বার্তায় সংগঠনটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের সব পোশাক শিল্প কারখানা আগামীকাল বন্ধ রাখার জন্য মালিক-ভাইবোনদের অনুরোধ করা হলো। পরবর্তী সিদ্ধান্ত আগামীকাল জানানো হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে আজ ঢাকায় গণজোয়ারের সৃষ্টি হয়। এ উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

শেখ হাসিনা পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শেয়ার করুন:-
শেয়ার