ক্যাটাগরি: অর্থনীতি

কাঁচামরিচের কেজি ফের ৪০০ টাকা

কাঁচামরিচের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। মাত্র দুই দিনের ব্যবধানে কেজিতে দর বেড়েছে ২৫০ টাকা। সরবরাহ সংকটে দাম বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

কয়েক মাস ধরে কাঁচামরিচের বাজারে চলছে উত্থান-পতন। দু’দিন আগে গত বৃহস্পতিবার রাজধানীর খুচরা বাজারে কাঁচামরিচের কেজি বিক্রি হয়েছিল ১৩০ থেকে ১৫০ টাকা দরে। গতকাল শনিবার বিক্রি হয়েছে ৩৮০ থেকে ৪০০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এতে পণ্য আসা কমে যাবে। এজন্য পাইকারদের কাছে যে মরিচ ছিল, তা বিক্রি হয়ে গেছে। পাইকাররাও এ সুযোগ কাজে লাগিয়ে দাম বাড়িয়েছেন। ফলে অনেক খুচরা ব্যবসায়ী দাম বেশি থাকার কারণে মরিচ না কিনে ফিরে গেছেন।

কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ী আব্দুল হান্নান বলেন, অসহযোগ আন্দোলনের খবর শোনার পর শাকসবজি কম আসবে এমন খবর ছড়িয়ে পড়ে বাজারে। এতে পাইকাররা দাম বাড়িয়ে দিয়েছেন। সেজন্য খুচরা বাজারে বেশি দরে বিক্রি করতে হচ্ছে।

উৎপাদন মৌসুম নয়, তাই বছরের এ সময় সাধারণত কাঁচামরিচের দর কিছুটা বেশি থাকে। ফলে চাহিদা মেটাতে আমদানি করতে হয়। তবে পরিবহন চলাচলে বিঘ্ন ঘটলে তা দামে প্রভাব বিস্তার করে। এ ছাড়া শিক্ষার্থীর চলমান আন্দোলনের মধ্যেই গত মাসের মাঝামাঝি সময়ে মরিচের কেজি ৪০০ টাকা ঠেকেছিল। এরপর ধীরে ধীরে তা কমে আসে।

গত বছরের এ সময়েও কাঁচামরিচের বাজার ছিল চড়া। তখন ঢাকায় ৮০০ টাকা ছুঁয়েছিল মরিচের কেজি। দেশের কোনো কোনো জেলায় কেজি হাজার টাকাও ছাড়িয়ে ছিল।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার