ক্যাটাগরি: জাতীয়

এবার চসিক মেয়রের বাসভবনে হামলা

এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা চালানো হয়েছে। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে বিকেল ৬টার দিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ শেষে যাওয়ার সময় একটি মিছিল থেকে প্রথমে নগরের ষোলশহরস্থ চশমাহিলের বাসভবনে শিক্ষামন্ত্রীর বাসায় এই হামলা হয়। এসময় মন্ত্রীর বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে কয়েকটি গাড়ি ও বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়।

পরে মিছিলটি বহদ্দারহাটের বহদ্দারবাড়ির মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনের দিকে অগ্রসর হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে।

মেয়রের ব্যক্তিগত সহকারী মো. দুলাল চৌধুরী বলেন, ঘটনার সময় মেয়র বাসভবনে ছিলেন। হামলাকারীরা বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে চলে গেছে। এতে প্রধান ফটকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মেয়র নিরাপদে আছেন।

এর আগে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী বলেন, কয়েক হাজার মানুষের মিছিল আমার বাড়ির গেট ভেঙে ঢুকে দুটি গাড়িসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে। এক এসময় হামলাকারীরা বাড়িতে প্রবেশেরও চেষ্টা চালায়।

তিনি বলেন, এটা আমাদের ছাত্রদের কাজ না। আমাদের ছাত্রদের আমরা এসব শিখাইনি। এটি পরিকল্পিত হামলা।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, মিছিল থেকে হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

শেয়ার করুন:-
শেয়ার