বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ চলাকালে সেখানে থাকা পুলিশ সদস্যদের পানি ও বিস্কুট খেতে দিয়েছেন আন্দোলনকারীরা। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার পর এ ঘটনা ঘটে।
‘সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা’ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দুপুর ১২টায় আন্দোলনকারীরা ওই বিক্ষোভ মিছিল করেন।
এ সময় পুলিশ সদস্যরা মিরপুর সড়কের বাইতুল মামুর জামে মসজিদ মার্কেটের সামনের সড়কে অবস্থান নেন। দুপুর সাড়ে ১২টার পর আন্দোলনকারীদের কয়েকজন পানি ও বিস্কুট নিয়ে তাঁদের কাছে যান। পুলিশ সদস্যদের অনেকে তা গ্রহণ করেন। পরে বিস্কুট–পানি খেতে দেখা যায় তাঁদের।
পানি ও বিস্কুট দিয়ে আসার সময় রাফি ও রায়হান নামের দুই আন্দোলনকারী সাংবাদিকদের বলেন, পুলিশ সদস্যদের চাপ প্রয়োগ করে তাঁদের ওপর হামলা করানো হয়েছে, এটা আন্দোলনকারীরা জানেন। সড়কে পুলিশ সদস্যরা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, অনেকেই আন্দোলনকারীদের বাবার বয়সী; সে কারণে পানি ও বিস্কুট দেওয়া হয়েছে।
এ সময় ওই সড়কে অবস্থান করা সাধারণ মানুষকেও আন্দোলনকারীদের মধ্যে পানি ও বিস্কুট বিতরণ করতে দেখা গেছে।
এমআই