ক্যাটাগরি: জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ আজ

নয় দফা দাবি আদায়ে সারাদেশে আজ বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সমন্বয়ক আসিফ মাহমুদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হলো।

এ ছাড়া সারাদেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।

এদিকে, শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকে রাজধানীসহ সারাদেশে গণমিছিল ও দ্রোহযাত্রা পালিত হয়েছে। এদিন জুমার নামাজের পর রাজধানীর সায়েন্সল্যাব থেকে মিছিল বের করেন বিক্ষোভকারীরা।

এ ছাড়া রাজধানীর বায়তুল মোকাররম, প্রেসক্লাব, শাহবাগ, শহীদ মিনার, উত্তরাসহ আরও অনেকে জায়গায় গণমিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার