ক্যাটাগরি: পুঁজিবাজার

সপ্তাহের ব্যবধানে শেয়ার দর কমেছে ৩২৭ কোম্পানির

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ জুলাই থেকে ১ আগস্ট) গড় লেনদেন ১৩ শতাংশের বেশি কমেছে। পাশাপাশি এ সময় ডিএসইর মূলধন কমেছে ৪ হাজার কোটি টাকার বেশি। সেই সঙ্গে ডিএসইর সব সূচকেই নিম্নগতি দেখা গেছে। তাতে সপ্তাহের ব্যবধানে শেয়ার দর হারিয়েছে তালিকাভুক্ত ৩২৭ কোম্পানি।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ৯২ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫৫৫ কোটি ১১ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৩ দশমিক ৭৩ শতাংশ বা ৭৬ কোটি ১৮ লাখ টাকা।

তথ্য অনুযায়ী, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৩ হাজার ৩৬৮ কোটি ১০ লাখ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৭ হাজার ৭৫০ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে দশমিক ৬৭ শতাংশ বা ৪ হাজার ৩৮২ কোটি টাকা।

বিদায়ী সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ২২০ কোটি ৪৪ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৭৪ কোটি ১৬ লাখ টাকা।

আলোচ্য সপ্তাহে ডিএসইর সব সূচকে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৭৯ দশমিক ৭১ পয়েন্ট। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৩১ দশমিক ৯২ পয়েন্ট। আর ডিএসইএস সূচক কমেছে ১৭ দশমিক ৯৯ পয়েন্ট।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ৩২৭টির এবং ২১টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার