ক্যাটাগরি: সারাদেশ

চাঁদপুরে ১০৭ মিলিমিটার বৃষ্টি, ভোগান্তিতে মানুষ

চাঁদপুরে বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ৯টা হতে শুক্রবার (২ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত সর্বমোট ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এতে করেই রাস্তাঘাটে পানি জমে যাওয়ায় ভোগান্তিতে রয়েছে মানুষ।

বিষয়টি নিশ্চিত করেন জেলা আবহাওয়া কর্মকর্তা শাহ মো. শোয়েব।

তিনি বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চলমান থাকায় আমরা সেটি অনুসরণ করব। জেলে এবং নৌযান চলাচলকারী সবাইকে নিরাপদে সতর্ক থাকতে বলা হচ্ছে। আগামী ৪-৫ দিন এভাবে অঝোরে মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

সরজমিনে দেখা যায়, শহরের চিত্রলেখার মোড়, বিপণিবাগ, মিশন রোডসহ বেশকিছু স্থানেই রাস্তাঘাট পানিতে দেবে গেছে।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত বলেন, বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমাদের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক অনুষ্ঠানও স্থগিত করতে বাধ্য হয়েছি।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার