সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় দুই শতাধিক কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছি। এসময় লেনদেন হয়েছে ২১২ কোটি ০২ লাখ ৭৬ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১২ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৯৩ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ২ দশমিক ৫৮ পয়েন্ট এবং ‘ডিএস৩০’ সূচক ০ দশমিক ৯৪ পয়েন্ট বেড়েছে।
এসময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০১টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টি কোম্পানির শেয়ারের।
এসএম