সন্ধ্যা নামতেই জমে ওঠে ভৈরবের মাছের বাজার

সন্ধ্যা নামতেই জমে ওঠে ভৈরবের মাছের বাজার
ভৈরবের পাইকারি বাজারে সন্ধ্যা নামতেই জমে ওঠে মাছের বাজার। প্রতিদিন এ বাজারে ট্রলারে করে সব ধরনের মিঠা পানির মাছ আসে। এই মাছগুলো বাংলাদেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশে।

সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চলের কই, শিং, মাগুর, পাপদা, আইর, রুই, কাতল, চিতল, বোয়ালসহ নানা প্রজাতির দেশি মাছে সরগরম হয়ে উঠে এ বাজার।

বিক্রেতারা বলছেন, দেশে এখন পানি কমে যাওয়ায় নদীতে প্রচুর মাছ ধরা পড়ছে। এতে বাজারে মাছের সরবরাহ বাড়ায় কমেছে দাম। তবে বাজারে ছোট মাছের দাম কম হলেও বড় মাছের দাম কিছুটা বেশি বলে জানান তারা।

মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান মনে করেন, বাজারের কাঠামোগত সংস্কার করা হলে বাজারটি এ খাতে যুক্তদের জীবনে আরও ভূমিকা রাখতে পারবে।

১৯৮২ সালে প্রায় ৬ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ বাজারটিতে ৩ শতাধিক আড়ত মালিক মাছ বেচাকেনা করেন। প্রতিদিন এ বাজারে কয়েক কোটি টাকার মাছ বিক্রি হয়।

অর্থসংবাদ/এসএ ১০:১২/ ১১:১৭:২০২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি