ক্যাটাগরি: পুঁজিবাজার

ব্লকে ২৮ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২৮ কোটি ৬৭ লাখ ৪৮ হাজার হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ৭ কোটি ৬৯ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৬ কোটি ৫ লাখ ১০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর ৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রিমিয়ার সিমেন্ট মিলসের ২ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৫০ লাখ ১৮ হাজার টাকা এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭৩ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার