পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড প্রথম প্রান্তিক শেষে অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ১০০০ শতাংশ বা ১০০ টাকা করে লভ্যাংশ প্রদান করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ম্যারিকো বাংলাদেশের প্রথম প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন শেষে এ লভ্যাংশ ঘোষণা করা হয়। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে ৪২ টাকা ১৮ পয়সা আয় হয়েছিল।
সমাপ্ত প্রান্তিক শেষে কোম্পানিটির নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩১৫ টাকা ৪২ পয়সা।
ঘোষিত লভ্যাংশ বিতরণে আগামী ২৫ আগস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
এমআই