ক্যাটাগরি: পুঁজিবাজার

জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হচ্ছে পদ্মা লাইফ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হবে। মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ২০ মে বিএসইসির জারি করা নির্দেশনা অনুযায়ী কোন কোম্পানি টানা দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হলে তাকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে। চার বছর পর ২০২১ সালে সবশেষ ২ শতাংশ নগদ লভ্যাংশ দিলেও গত ২০২২ ও ২০২৩ সালে বিনিয়োগকারীদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ফলে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হবে।

জানা যায়, আগামীকাল ৩১ জুলাই থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরি থেকে লেনদেন করবে।

এদিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরের প্রক্রিয়ায় থাকা পদ্মা লাইফকে সিকিউরিটিজ বা শেয়ার ক্রয়ে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে কোন ধরনের ঋণ প্রদান করতে মানা করেছে ডিএসই। আজ ডিএসইর ওয়েবসাইটে এ নির্দেশনা দেওয়া হয়।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার