কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে অস্থিরতা এবং অর্থনৈতিক খাতে চলমান অস্থিতিশীলতায় টানা দরপতনে দেশের শেয়ারবাজার। গত কয়েকদিন ধরে লেনদেনের সাথে সূচক কমেই চলেছে। তাতে কোনভাবেই আশার আলো দেখতে পাচ্ছে না সাধারণ বিনিয়োগকারীরা। উল্টো শেয়ার বিক্রির চাপে নিয়মিত বিরতিতে দরপতন এবং সূচক কমতির ধারা অব্যাহত রয়েছে।
তাতে দেখা যায়, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক কমেছে আরও ৬০ পয়েন্ট। এর আগের দিন ৫৩ পয়েন্ট হারিয়েছে ডিএসই। পাশপাশি গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, মঙ্গলবার (৩০ জুলাই) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬০ দশমিক ৭১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৬৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১১৫১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২০ দশমিক ৮৯ পয়েন্ট কমে ১৮৮১ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৩২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৫০ কোটি ১৮ লাখ টাকা।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫টি কোম্পানির, বিপরীতে ৩৪০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
অর্থসংবাদ/এমআই