ক্যাটাগরি: রাজনীতি

ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ১৪ দলের

ছাত্রদের কাঁধে ভর করে স্বাধীনতাবিরোধী শক্তি ধ্বংসযজ্ঞ চালিয়েছে দাবি করে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে ১৪ দলীয় জোট।

সোমবার (২৯ জুলাই) মহাখালীতে সহিংসতা ও অগ্নিসংযোগে ভস্মীভূত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কার্যালয় পরিদর্শন করেন ১৪ দল জোটের নেতারা।

পরিদর্শন শেষে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, পরাজিত শক্তি এই দেশকে অকার্যকর করতে চায়। ছাত্ররা বলেছে ধ্বংসযজ্ঞের সঙ্গে তারা জড়িত নয়, কিছু দুর্বৃত্তরা এই কাজ করেছে। দুষ্কৃতকারীরা এই কাজ করে দেশকে পিছিয়ে দিতে চেয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নজিবুল বশর মাইজভান্ডারী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মৃণাল কান্তি দাশ, আ ফ ম বাহাউদ্দীন নাসিম, ফজলে হোসেন বাদশা প্রমুখ।

শেয়ার করুন:-
শেয়ার