ক্যাটাগরি: পুঁজিবাজার

দুই ঘণ্টায় ২৩০ কোটি টাকার শেয়ার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক ধারায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২৩০ কোটি টাকার বেশি। গতকাল একই সময়ে ২৫২ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৯ জুলাই) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩৩ দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৫০ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৮ দশমিক ৬৫ পয়েন্ট আর ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৮৭ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬৯ ও ১৯১২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৩০ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ২৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২ কোম্পানির শেয়ারদর।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার