ক্যাটাগরি: পুঁজিবাজার

সুহৃদ ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ২৬১ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার (২৮ জুলাই) সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ই-জেনারেশনের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৯৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৯৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লিবরা ইনফিউশন।

রোববার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- নাহি অ্যালুমিনিয়াম, সালভো কেমিক্যাল, জিকিউ বলপেন, সেন্ট্রাল ফার্মা, ইন্ট্রাকো, গ্লোবাল হেভি কেমিক্যালস এবং নাভানা সিএনজি।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার