ক্যাটাগরি: পুঁজিবাজার

দরবৃদ্ধির শীর্ষে টেকনো ড্রাগস

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ৮৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার (২৮ জুলাই) টেকনো ড্রাগসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৭২ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওয়ান ব্যাংক পিএলসি।

রোববার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স, এনআরবি ব্যাংক, অগ্নি সিস্টেমস, লিন্ডে বিডি, এসকে ট্রিমস, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার