ক্যাটাগরি: পুঁজিবাজার

লিগ্যাসি ফুটওয়্যারের ফান্ডের ব্যয় সংশোধনে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যারের ফান্ড বা তহবিলের ব্যয় সংশোধনে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারহোল্ডার এবং কোম্পানিটির সুবিধার জন্য ব্যয় সংশোধন প্রস্তাব করেছিল লিগ্যাসি ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির সংশোধনী তহবিলের আকার ১৩ কোটি ২০ লাখ ৯৯ হাজার ১০২ টাকা। এর মধ্যে ৮ কোটি ২০ লাখ ৯৯ হাজার ১০২ টাকা কোম্পানিটির কার্যকরী মূলধন এবং বাকি ৫ কোটি টাকা পুঁজিবাজারের ডিএসই-৩০ স্ক্রিপে বিনিয়োগের জন্য বরাদ্দ করা হয়েছে।

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির সংশোধনী তহবিলের ব্যবহার চলমান থাকবে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার