উন্নয়ন প্রকল্পসমূহের সুষ্ঠু বাস্তবায়নে কমবে দারিদ্র্যতা

উন্নয়ন প্রকল্পসমূহের সুষ্ঠু বাস্তবায়নে কমবে দারিদ্র্যতা
গতকাল রোববার (১৫ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলায় গভর্নমেন্ট-টেন্ডারার্স ফোরাম (জিটিএফ) এর কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমডি বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেছেন, সরকারের উন্নয়ন প্রকল্পসমূহের সুষ্ঠু বাস্তবায়ন হলে দেশে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি দারিদ্র্য নিরসন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়বে। প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নে সরকারি ক্রয়ের ভূমিকা ব্যাপক। প্রতিবছর এই খাতে ব্যয়ও বাড়ছে। সুতরাং এখানে সুশাসন প্রতিষ্ঠা জরুরি।

সচিব বলেন, ‘ক্রয়ের আইন ও বিধির সঠিক প্রতিপালন এবং তা দক্ষতার সঙ্গে সময়মতো করতে পারলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। সেজন্য ক্রেতা ও দরদাতার মধ্যে একটি পারস্পরিক আস্থা ও বিধির আলোকে সুসম্পর্ক প্রতিষ্ঠা জরুরি। ক্রয়চুক্তির সুষ্ঠু ও মানসম্মত বাস্তবায়নে এই দুই পক্ষের সমান দায়িত্ব রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকারি ক্রয়ে অর্থের সঠিক ব্যবহার আমরা নিশ্চিত করব। এ অর্থ জনগণের। তাদের জানার অধিকার আছে। আমরাও সরকারি ক্রয়ের তথ্য তাদেরকে দিচ্ছি। সিপিটিইউ সরকারি ক্রয় বাতায়ন নাম একটি পোর্টাল চালু করা হয়েছে। ৪৮টি উপজেলায় স্থানীয় নাগরিকরা ক্রয়চুক্তির বাস্তবায়ন পরিবীক্ষণ করছেন। আইএমইডি ডিজিটাল পিএমআইএস প্রতিষ্ঠা করেছে। ঢাকায় বসেই মুন্সীগঞ্জের মতো সকল জেলার প্রকল্প বাস্তবায়ন মনিটর করা যাবে। বর্তমানে ই-জিপি সরকারি ক্রয়কে সহজ ও দ্রুত করেছে।’

অর্থসংবাদ/ এমএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ