ক্যাটাগরি: পুঁজিবাজার

দর পতনের শীর্ষে কোহিনূর কেমিক্যালস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (২৪ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে ৩৫৫ টি কোম্পানির। এদিন দর পতনের শীর্ষে ওঠে এসেছে কোহিনূর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোহিনূর কেমিক্যালের শেয়ার দর আগের দিনের তুলনায় কমেছে ১৯ টাকা ৮০ পয়সা বা ৩ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির শেয়ার দর আগের দিনের তুলনায় ১৩ টাকা ৮০ পয়সা বা ২ দশমিক ৯৯৮ শতাংশ কমেছে। আর ১৯ টাকা ২০ পয়সা বা ২ দশমিক ৯৯৬ শতাংশ বৃদ্ধি পেয়ে তৃতীয় স্থানে উঠে দাঁড়িয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- লিন্ডে বিডি, সমতা লেদার কমপ্লেক্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুডস, আমরা নেটওয়ার্ক, মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার