ক্যাটাগরি: পুঁজিবাজার

ডিএসইতে দেড় বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন

তিন দিন পর আজ বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। একই সাথে ডিএসইর লেনদেন এক বছর পাঁচ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশব্যাপী ইন্টারনেট বন্ধ থাকায় এ সপ্তাহের তিন কার্যদিবস শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। আজ সকাল ১১টায় পুঁজিবাজার চালু হয় এবং দুপুর ১টা ৫০ মিনিটে বন্ধ হয়।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৫ দশমিক ৬৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৫০ পয়েন্টে।

অন্যদিকে শরিয়াহভিত্তিক সূচক ‘ডিএসইএস’ ২১ দশমিক ৮৭ পয়েন্ট কমে এক হাজার ১৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ‘ডিএস-৩০’ সূচক ৩৭ দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯০৮ পয়েন্টে।

এদিন প্রায় ১৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা ২০২৩ সালের ৩ জানুয়ারির পর সর্বনিম্ন। আজ লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ৩৫৫টির এবং অপরিবর্তিত আছে ১৫টির।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার