ইউএইর নন-অয়েল রফতানি পণ্যের তালিকায় শীর্ষে স্বর্ণ

ইউএইর নন-অয়েল রফতানি পণ্যের তালিকায় শীর্ষে স্বর্ণ
জ্বালানি তেল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে রফতানি পণ্যগুলোর মধ্যে শীর্ষে। স্বর্ণ দেশটির নন-অয়েল বা জ্বালানি তেলবহির্ভূত রফতানি পণ্যের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে। চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) দেশটির মোট রফতানি আয়ের প্রায় ১৬ শতাংশ মূল্যবান ধাতুটির দখলে ছিল। দেশটির ফেডারেল কম্পিটিটিভনেস অ্যান্ড স্ট্যাটিস্টিকস সেন্টারের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

৬৫ হাজার ৮৩০ কোটি দিরহাম (স্থানীয় মুদ্রা) বা ১৭ হাজার ৯২০ কোটি ডলার আয় করেছে চলতি বছরের প্রথম ছয় মাসে। এর মধ্যে স্বর্ণ রফতানি বাবদ দেশটির রফতানিকারকদের আয় দাঁড়িয়েছে ১০ হাজার ৪০০ কোটি দিরহাম বা ২ হাজার ৮৩০ কোটি ডলারে। এ সময় দেশটির মোট রফতানি আয়ের ১৫ দশমিক ৭ শতাংশ এসেছে স্বর্ণ থেকে। বছরের প্রথম ছয় মাসে জ্বালানি তেলবহির্ভূত অন্য কোনো পণ্য থেকে এত বেশি রফতানি আয় করেনি ইউএই।

চলতি বছরের প্রথম ছয় মাসে ইউএই থেকে যথাক্রমে চীন, সৌদি আরব, ভারত, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে সবচেয়ে বেশি রফতানি হয়েছে। আর্থিকমূল্যে এর পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ৪০০ কোটি দিরহাম বা ৬ হাজার ৬৪০ কোটি ডলারে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ইউএইর রফতানি আয়ের ৩৭ দশমিক ১ শতাংশ এ পাঁচটি দেশ সম্মিলিতভাবে জোগান দিয়েছে।

অর্থসংবাদ/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি