সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৮ জুলাই) ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৭২ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ওয়াটা কেমিক্যালস। কোম্পানিটির শেয়ারদর ৮ দশমিক ২২ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ২১ শতাংশ।
বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ব্রাক ব্যাংকের ৫ দশমিক ৬৮ শতাংশ, ফার কেমিক্যালের ৫ দশমিক ৬০ শতাংশ, জিকিউ বলপেনের ৫ দশমিক ২৩ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৪৪ শতাংশ, লিবরা ইনফিউশনের ৩ দশমিক ৯৪ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৩ দশমিক ৮৯ শতাংশ এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ৩ দশমিক ১৭ শতাংশ দর বেড়েছে।
কাফি