ক্যাটাগরি: জাতীয়

রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাঁনখারপুল এলাকার স্থানীয়দের সঙ্গে পুলিশের ফের সংঘর্ষ বেধেছে। বুধবার (১৭ জুলাই) রাত ৯টা ১০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

শিক্ষার্থী ও স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে টিয়ারশেল ছোড়ে। সবশেষ শিববাড়ী মোড়ে ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর বিকেল সোয়া ৪টার দিকে পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার