ক্যাটাগরি: আন্তর্জাতিক

চীনে গত মাসে কয়লা উত্তোলন বেড়েছে

চীনের কয়লা উত্তোলন জুনে বেড়েছে। এ মাসে চীন মোট ৪০ কোটি ৫৩ লাখ ৮০ হাজার টন কয়লা উত্তোলন করেছে, যা আগের বছরের একই মাসের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বেশি। গতকাল এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস)।

এনবিএসের দেয়া তথ্যানুযায়ী, জুনে চীনের দৈনিক কয়লা উত্তোলনের পরিমাণও গত ডিসেম্বরের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এ সময় দেশটির দৈনিক কয়লা উত্তোলনের পরিমাণ ছিল ১ কোটি ৩৫ লাখ টন।

এদিকে জানুয়ারি থেকে জুন পর্যন্ত চীন ২ হাজার ২৭ কোটি টন কয়লা উত্তোলন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ কম। চলতি বছরের শুরুতে নিরাপত্তা উদ্বেগে দেশটির উত্তোলন কমে গিয়েছিল।

চীনের কোকিং কয়লা উত্তোলন কেন্দ্র শানজিতে মার্চ-মে মাস পর্যন্ত উত্তোলন উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। এ সময় প্রদেশটির স্থানীয় সরকার কেন্দ্রটিতে মারাত্মক কয়েকটি দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে পরপর কয়েক দফা নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে দেখার নির্দেশ দেয়। পাশাপাশি কয়লার অতিরিক্ত উত্তোলন কমানোর নির্দেশনাও দেয়া হয়। গত বছর চীনের মোট কয়লার ২৯ শতাংশ শানজিতে উত্তোলন হয়েছিল।

শেয়ার করুন:-
শেয়ার