ক্যাটাগরি: আন্তর্জাতিক

এলএমইতে তামার দাম কমেছে

বিশ্ববাজারে তামার দাম কয়েক সপ্তাহ ধরেই নিম্নমুখী। শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে বাড়তি মজুদ ও চাহিদা কম হওয়ায় ধাতব পণ্যটির দাম কমছে। গতকালও লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কমেছে। তিন মাসের সরবরাহ চুক্তিতে প্রতি টনের মূল্য নেমেছে ৯ হাজার ৮৫১ ডলার ৫০ সেন্টে।

সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) গতকাল তামার দাম আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৭৯ হাজার ৮৭০ ইউয়ানে (১০ হাজার ৯৯৭ ডলার ১৪ সেন্ট)।

শেয়ার করুন:-
শেয়ার