কমিউনিস্ট পার্টি অব নেপালের চেয়ারম্যান কেপি শর্মা ওলি চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
৭২ বছর বয়সি ওলির শপথবাক্য পাঠ করিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল। সোমবার (১৫ জুলাই) রাষ্ট্রপতি ভবনের মূল ভবন শীতল নিবাসে শপথ গ্রহণ করেন তিনি।
প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল সংবাদ সংস্থা সিনহুয়াকে বলেছেন, প্রেসিডেন্ট ২১ জন মন্ত্রীসহ প্রধানমন্ত্রী ওলিকে শপথবাক্য পাঠ করিয়েছেন। এর আগে, রবিবার (১৫ জুলাই) ওলিকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল। যাতে করে ওলি হিমালয়ের দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নের জন্য কঠিন চ্যালেঞ্জের মুখে থাকা নতুন জোট সরকারের নেতৃত্ব দিতে পারেন।
শুক্রবার (১২ জুলাই) দেশটির কট্টরপন্থি প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেছেন। যার ফলে ওলির নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। পার্লামেন্টের বৃহত্তম দল নেপালি কংগ্রেসের সমর্থনে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন।
এখন ওলিকে নেপালের সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে নিয়োগের ৩০ দিনের মধ্যে পার্লামেন্ট থেকে আস্থা ভোট সুরক্ষিত করতে হবে। ২৭৫ আসনের প্রতিনিধি পরিষদে (এইচওআর) তাকে ন্যূনতম ১৩৮টি ভোট পেতে হবে।