ক্যাটাগরি: আন্তর্জাতিক

জাপানি রাবারের দাম কমেছে

আন্তর্জাতিক বাজারে জাপানি রাবারের দাম কমেছে। সাম্প্রতিক সময়ে ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের বিনিময় হার কমে গেছে। অন্যদিকে রাবারের শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের অর্থনীতিও খারাপ সময় পার করছে। এর প্রভাবে শুক্রবার নাগাদ জাপানিজ রাবারের দাম কমে গেছে।

ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) ডিসেম্বর সরবরাহ চুক্তিতে রাবারের দাম দশমিক ৯১ ডলার বা ৩ ইয়েন কমে গেছে। এতে মূল্য দাঁড়িয়েছে কেজিপ্রতি ৩২৪ দশমিক ৯ ইয়েন বা ২ ডলার ৪ সেন্ট। তবে লেনদেনের শেষ দিনে দাম কমলেও গত সপ্তাহের তুলনায় রাবারের দাম দশমিক ২৫ শতাংশ বেড়েছে।

এদিকে সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) সেপ্টেম্বর সরবরাহ চুক্তিতে প্রতি টন রাবারের দাম ১১৫ ইউয়ান কমে গেছে। এতে মূল্য দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৯০ ইউয়ান বা ২০০৮ ডলার ৩১ সেন্ট।

প্রসঙ্গত, শুক্রবার ইয়েনের বিনিময়মূল্য আরো কমে গেছে। এর আগের দিন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কমার খবরে আকস্মিকভাবে ইয়েনের মূল্য উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছিল। তবে ব্যবসায়ীরা ধারণা করছিলেন, সরকার ইয়েন বিনিময়মূল্য নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে পারে। ফলে সাময়িকভাবে ইয়েনের দাম বাড়ার পর তা আবারো কমে গেছে।

শেয়ার করুন:-
শেয়ার