ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হুইটলি বলেছেন, পরিবেশ রক্ষার্থে ২০২৬ সালে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে তৈরি পোশাকখাত, গার্মেন্টস ও টেক্সটাইলে ইউরোপীয় ইউনিয়নের যে আইন আসছে, সে আইন মেনে চলার জন্য বাংলাদেশের পোশাক শিল্প মালিকদের আগাম প্রস্তুতি নিতে হবে।
শনিবার (১৩ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রাষ্ট্রদূতসহ ৬ সদস্যের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জের বিসিক শিল্প নগরীর একটি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
প্রতিষ্ঠানের কর্মপরিবেশ, উৎপাদন, শ্রমপরিবেশ সহ বিভিন্ন স্থান ঘুরে দেখে পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন,বাংলাদেশের ৬৪ শতাংশেরও বেশি তৈরি পোশাক ইউরোপে রপ্তানি হয়। ইউরোপীয় পার্লামেন্ট অনুমোদিত নতুন সরবরাহ ব্যবস্থা আইন বাংলাদেশের পোশাক কারখানাগুলোর শ্রম ও পরিবেশগত মান আরও উন্নত করবে।