বিদায়ী সপ্তাহে (০৭ জুলাই- ১১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ১৫৪টির শেয়ারদর কমেছে। এর মধ্যে টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকায় উঠে এসেছে আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ১১ দশমিক ৫৫ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ৭৩৫ টাকা।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইউনিলিভারের শেয়ারদর কমেছে ৯ দশমিক ৩১ শতাংশ। আর শেয়ারের দাম ৯ দশমিক ২২ শতাংশ কমায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে তুং হাই নিটিংয়ের ৮ দশমিক ৭০ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ২৯ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ০৫ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭ দশমিক ১৮ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৮৮ শতাংশ, লিনডে বাংলাদেশের ৬ দশমিক ৭১ শতাংশ এবং সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের ৬ দশমিক ৬৭ শতাংশ শেয়ার দর কমেছে।
কাফি