ক্যাটাগরি: জাতীয়রাজধানী

রাজধানীতে গ্যাস সরবরাহ বেড়েছে, জ্বলছে চুলা

চট্টগ্রামের আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইনের ক্ষতিগ্রস্ত পাইপ মেরামত শেষ হয়েছে আজ শুক্রবার সকালে। এরপর মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ শুরু হয়। সকাল থেকেই পাইপলাইনে গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত দীর্ঘ পাইপলাইন হওয়ায় ঢাকায় পুরোদমে গ্যাস পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। বিকেলে ঢাকায় গ্যাস সরবারহ বাড়ে এবং এখন স্বাভাবিক রয়েছে, এমন দাবি সংশ্লিষ্টদের।

তবে গ্রাহকদের দাবি, পুরোপুরি স্বাভাবিক না হলেও ঢাকায় গ্যাসের চাপ আগের তুলনায় বেড়েছে।

শুক্রবার (১২ জুলাই) রাতে গ্যাস খাতের সংশ্লিষ্ট দুই কর্মকর্তা ও গ্রাহকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ‘সকাল থেকে লাইনে গ্যাস আসছে। যেহেতু মহেশখালী থেকে পাইপলাইন অনেক দূরে, গ্যাসের ফ্লো বাড়তে সময় লাগার কথা। সন্ধ্যা নাগাদ হয়তো গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরেছে। অপারেশন ডিভিশন ভালো বলতে পারবে।’

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) মহাব্যবস্থাপক (অপারেশন ডিভিশন) মো. নজরুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ছয়টায় গ্যাস লাইনে দেওয়া হয়েছে। ঢাকায় গ্যাস চলে আসছে। ২৩০ কিলোমিটারের লম্বা পাইপলাইন, এজন্য গ্যাসের প্রেসার উঠতে সময় লেগেছে। চট্টগ্রামবাসী আগে থেকেই সেবা পেয়েছেন। এখন কুমিল্লা, ঢাকার সবাই সেবা পাচ্ছেন।’

এর আগে আজ শুক্রবার সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, এলএনজি সাপ্লাই ও গ্যাসগ্রিডের প্রেসার বর্তমান ৭০ পিএসআইয়ের সঙ্গে সিনক্রোনাইজ করে পর্যায়ক্রমে গ্যাস সঞ্চালন ও চাপ বাড়ানো হচ্ছে। বিকেলেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলেও জানিয়েছিল মন্ত্রণালয়।

গত ৯ জুলাই কর্ণফুলী টানেল ও কাফকোর মধ্যবর্তী স্থানে দুর্ঘটনা ঘটে। এতে ৪২ ইঞ্চি ব্যাসের আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণের কারণে মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনাল থেকে কমে যায় এলএনজি সরবরাহ।

তবে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হলেও লাইনে গ্যাসের চাপ বেড়েছে বলে জানিয়েছেন গ্রাহকরা। রাজধানীর বাড্ডা এলাকার গৃহিণী স্বপ্ন আক্তার সোনিয়া বলেন, কয়েকদিন গ্যাসের চাপ কম থাকায় খুব ভোগান্তিতে পড়তে হয়েছে। দিনেরবেলা গ্যাস ছিল না বললেই চলে। তবে আজ সন্ধ্যার পর লাইনে গ্যাসের চাপ আগের তুলনায় বেড়েছে।

বাড্ডা এলাকার আরেক বাসিন্দা শ্রাবণী বলেন, সকাল থেকে গ্যাস ছিল না৷ কোনো রকম চুলা জ্বলতো, এতে পানিও গরম হয় না। সন্ধ্যার দিকে গ্যাস আসছে। এখন রান্না করা যাচ্ছে।

রাজধানীর মালিবাগ, বনশ্রীসহ আরও কয়েক এলাকায় খোঁজ নিয়েও একই তথ্য মেলে। এসব এলাকায়ও গ্যাসের চাপ আগের তুলনায় বেড়েছে।

শেয়ার করুন:-
শেয়ার