ক্যাটাগরি: সারাদেশ

বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও সদর উপজেলায় বজ্রাঘাতে দুই কৃষক ও এক নারী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার(১১ জুলাই) বিকেলে উপজেলার কসবা ইউনিয়নের ঝলঝলিয়া ও নেজামপুর ইউনিয়নের কামার জগদইল গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোমস্তাপুর উপজেলার বজ্রনাথপুর বাঙ্গাবাড়ি গ্রামের মনতাজ আলীর ছেলে উজ্জল আলী (৪৫) ও ঝলঝলিয়া গ্রামের আব্দুল আখের কারীর ছেলে ওসমান গণি (৩০) এবং সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের আমারক গ্রামের পরশ রায়ের স্ত্রী কমলা রানী (৫০)।

নাচোল থানার ওসি তারেকুর রহমান ও সদর থানার ওসি মেহেদী হাসান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে নাচোল থানার ওসি তারেক রহমান জানান, বিকেল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় কৃষকরা মাঠে কাজ করছিলেন। এ সময় আকস্মিকভাবে বজ্রপাত হলে তারা দুজনেই ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হয় আরও তিনজন।

অপরদিকে, সদর মডেল থানার ওসি মেহেদী হাসান জানান, বিকেলে বৃষ্টিপাতের সময় বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন কমলা রানী। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান।

পুলিশ আরও জানায়, আইনি প্রক্রিয়ায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার