ক্যাটাগরি: আন্তর্জাতিক

চীনে ইস্পাতের দাম কমেছে

ধাতবপণ্য ব্যবহারের দিক থেকে বিশ্বে শীর্ষ দেশ চীন। তবে দেশটিতে অবকাঠামো নির্মাণ কমে যাওয়ায় সম্প্রতি ইস্পাতসহ অন্যান্য ধাতব পণ্যের চাহিদা কমে এসেছে, যা প্রভাব ফেলেছে দামে। গতকাল সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) ইস্পাতের দাম কমেছে। গত তিন মাসে সর্বনিম্নে নেমেছে পণ্যটির দাম।

এসএইচএফইতে গতকাল ইস্পাতের দাম আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য ৩ হাজার ৪৮৩ ইউয়ানে (৪৭৮ ডলার ৭৩ সেন্ট) নেমেছে, যা গত ৮ এপ্রিলের পর থেকে সর্বনিম্ন।

এছাড়া গতকাল এসএইচএফইতে হট-রোল্ড কয়েলের দাম ছিল টনপ্রতি ৩ হাজার ৬৮৭ ইউয়ান। এসএইচএফইতে এদিন ওয়্যার রড স্টিলের দাম আগের দিনের তুলনায় দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য নেমেছে ৩ হাজার ৬৬৫ ইউয়ানে। স্টেইনলেস স্টিলের দাম ১ দশমিক ২ শতাংশ কমে ১৩ হাজার ৯৫৫ ইউয়ানে নেমেছে।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) গতকাল সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮১৮ ডলার ৫০ ইউয়ান। সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগস্টে সরবরাহ চুক্তিতে এটির দাম আগের দিনের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ কমে টনপ্রতি ১০৬ ডলার ৯০ সেন্ট হয়েছে।

শেয়ার করুন:-
শেয়ার