চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসইর) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুন-উর-রশিদকে শুভেচ্ছা জানিয়েছেন এনবিএল সিকিইউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মান্না সোম।আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সিএসইর ঢাকা অফিসে এ শুভেচ্ছা বিনিময় হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিএসইর জেনারেল ম্যানেজার গোলাম ফারুক ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এনবিএল সিকিউরিটিজের হেড অব এডমিন মোস্তফা মাহবুব সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এদিকে মামুন-উর-রশিদ আজকেই সিএসইর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন । তিনি এর আগে বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।